ডেস্ক রিপোর্ট: পৃথিবীতে একটি মাত্র ভাষা বাংলা, যে ভাষায় কথা বলার অধিকারের জন্য প্রাণ দিতে হয়েছে। এর সম্মাননা স্বরুপ ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। ২১শে ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটি ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৮’ উপলক্ষে প্রভাত ফেরী, পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্র্মসূচী গ্রহণ করে।
কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজিজুল ইসলাম, সাবেক চেয়াম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং সভাপতিত্ব করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য; ডিন; উপদেষ্টা; বিভাগীয় প্রধান; শিক্ষক; কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফ‚র্ত উপস্থিতির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
