আজকের প্রভাত প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাতীয় প্রেস ক্লাব।
সোমবার ভোরে জাতীয় পতাকা ও জাতীয় প্রেস ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব ভবন আলোকসজ্জিত করা হয়।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্যামল দত্ত, সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, কার্যনির্বাহী সদস্য শাহনাজ পারভীন এলিস, শাহনাজ সিদ্দিকী সোমা ও সৈয়দ শাহনেওয়াজ করিম।
