আজকের প্রভাত ডেস্ক : গ্যালাক্সি এস সিরিজের ডিভাইস উন্মোচনের দশকপূর্তিতে ‘গ্যালাক্সি এস১০’ উন্মোচন করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং।
দশকপূর্তি সংস্করণ হিসেবে এস সিরিজের ডিভাইসটি সম্পূর্ণ বেজেলহীন হবে বলে মনে করা হচ্ছে।
কোরিয়ান প্রকাশনা দ্য বেল এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস১০-এ বাদ দেওয়া হতে পারে আইরিস স্ক্যানার।
গত বছর আইফোনের দশকপূর্তি সংস্করণ আইফোন টেন এনেছিল অ্যাপল। ডিভাইসটি নিয়ে শুরুতে ব্যাপক আগ্রহ দেখা গেলেও পরবর্তীতে গ্রাহক টানতে ব্যর্থ হয়েছে। আইফোন টেন চড়া দামের কারণে প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি।
গ্যালাক্সি এস১০-এর মাধ্যমে গ্রাহকদের চমক দেবে স্যামসাং। ডিভাইসটিতে শুধু বেজেলহীন ডিসপ্লেই নয়, এতে ব্যবহার করা হবে নচ ডিসপ্লে প্রযুক্তি, যা আইফোন টেনের মাধ্যমে এনেছে অ্যাপল। পাশাপাশি এতে কার্ভড-এজ ডিসপ্লে থাকবে, যা ডিভাইসটিকে দেখতে আরো আকর্ষণীয় করে তুলবে।
গ্যালাক্সি এস১০ নিয়ে আরেক গুজবে বলা হয়েছে, ডিভাইসটির সামনে আরও উন্নত ৩ডি-সেন্সিং ক্যামেরা বসানো হতে পারে। এটি স্যামসাংয়ের ইন্টেলিজেন্ট স্ক্যান প্রযুক্তি আরও উন্নত হওয়ার সম্ভাবনাকেই জোড়ালো করে।
