ডেস্ক রিপোর্ট: নিরাপদ সড়কের দাবিতে শিশু ও ছাত্রদের নেতৃত্বে আন্দোলন পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক ভেরিফাইড পেজে রোববার এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, গুটিকয়েক ব্যক্তি যেভাবে কাণ্ডজ্ঞানহীনের মতো সম্পদ বিনষ্ট, যেমন বাস ভাঙচুর করেছে তা ক্ষমা করার মতো নয়। তবে নিরাপদ বাংলাদেশের জন্য যে হাজার হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করছে তাদের ওপর ‘বর্বর’ হামলা ও সহিংসতা কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না।
