ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর ব্যবস্থাপনায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর- পৃষ্ঠপোষকতায় আজ বৃহস্পতিবার, সকাল ১০টায় সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠ, মোহাম্মাদপুর,ঢাকা ৯ম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অনুর্ধ্ব ১৬ (বালক) স্কুল রাগবি প্রতিযোগিতা এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মো: মাসুদুল করিম সচিব ,জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিশেষ অতিথি হিসাবে মো: মোস্তাফা খায়ের উপব্যাবস্থপনা পরিচলালক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর উপস্থিত থেকে শুভ উদ্ধোধন ঘোষনা করেন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সাধারন সম্পাদক জনাব,মৌসুম আলী, টুনামেন্ট কমিটির সম্পাদক ও সদস্য সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর অন্যান্য কর্মকর্তাগন এবং বিভিন্ন স্কুল থেকে আগত কর্মকর্তাবৃন্দ ও খেলোয়াড়রাগন। ১২টি স্কুল দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। আগামী ১৪ই অক্টোবর ফাইনাল খেলা গুলো অনুষ্ঠিত হবে। প্রথম দিনের খেলার ফলাফল:
স:০৮:০০ টায় কে.এম. বশির সরকারী প্রথমিক বিদ্যালয় ০০-১০ পয়েন্টে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজ জয় লাভ করে।
স:০৮:৩০ টায় মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ ২৪-০০ পয়েন্টে বঙ্গভবন সরকারী প্রথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।
স:০৯:০০ টায় মান্নান হাই স্কুল এন্ড কলেজ ০৫-২০ পয়েন্টে রায়ের বাজার উচ্চ বিদ্যায়ল দল জয়লাভ করে ।
স:০৯:৩০ টায় সাইনসাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল ০০-২০ পয়েন্টে আহমদবাগ আর্দশ উচ্চ বিদ্যালয় দল জয়লাভ করে।
স:১০:৩০ টায় সেগুন বাগিচা হাই স্কুল ১০-০০ পয়েন্টে আহমদবাগ আর্দশ উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে।
স:১১:০০ টায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ১২-০০ পয়েন্টে রায়ের বাজার উচ্চ বিদ্যায়ল দলকে পরাজিত করে ।
দু:১২:৩০ টায় শহীদ নবী উচ্চ বিদ্যালয় ২০-০০ পয়েন্টে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ দলকে পরাজিত করে।
