Wednesday , 14 April 2021
আপডেট
Home » আপডেট নিউজ » সিম্ফনি কিনুন নিশ্চিত পুরস্কার জিতুন
সিম্ফনি কিনুন নিশ্চিত পুরস্কার জিতুন

সিম্ফনি কিনুন নিশ্চিত পুরস্কার জিতুন

আজকের প্রভাত প্রতিবেদক : ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে সিম্ফনির নতুন ক্যাম্পেইন ‘সিম্ফনি মেগা ধামাকা অফার’। সিম্ফনির নির্দিস্ট মডেলের স্মার্টফোন কিনে এখন আপনি জিতে নিতে পারেন বিদেশ ভ্রমণের জন্য এয়ার টিকেট, মোটরসাইকেল অথবা নিশ্চিত ক্যাশব্যাক।
এই অফারে অন্তর্ভুক্ত স্মার্টফোনগুলো হলো সিম্ফনি জেড ১০, পি১১, আই ৭৫, আই ৬০, আই ১০ প্লাস, আই ১০০, আই ৯০, ভি ৭৮, ভি ৭৫ এম ২জিবি, ভি ১৪০, ভি ১৩৫। এছাড়াও হ্যালিও এস ৬০ এবং হ্যালিও এস ৫ ও এই অফারের আওতায় রয়েছে।
সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় থাকছে প্রতি হ্যান্ডসেটেই। প্রতিদিন থাকছে নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বালি, কোলকাতা রিটার্ন এয়ার টিকেট।
এছাড়াও আছে প্রতি সপ্তাহে একটি মোটরবাইক। সাথে আছে অপারেটর বান্ডেল অফার।
জেড ১০, পি ১১, আই ৭৫ এবং হ্যালিও এস৬০ স্মার্টফোন এর সাথে নিশ্চিত ক্যাশব্যাক ছাড়াও অন্যান্য সকল অফার প্রযোজ্য থাকবে।
অফারটি পেতে হলে রিটেইলার এর মাধ্যমে নিম্নরূপে এস এম এস করতে হবে: FB <স্পেস> ১৫ ডিজিটের IMEI নাম্বার <স্পেস> কাস্টমার এর মোবাইল নাম্বার পাঠাতে হবে ২৫৯৫৯ নাম্বারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*