আজকের প্রভাত প্রতিবেদক : উত্তরের জেলা নীলফামারী ও বোদা, পঞ্চগড় এ আজ বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৮২তম ও ১৮৩তম শাখার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার দুইটির উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। অন্যান্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক সহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য,আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।