Wednesday , 14 April 2021
আপডেট
Home » আপডেট নিউজ » দেশের বাজারে ১১ নভেম্বর আসছে পোকোফোন এফ১
দেশের বাজারে ১১ নভেম্বর আসছে পোকোফোন এফ১

দেশের বাজারে ১১ নভেম্বর আসছে পোকোফোন এফ১

আজকের প্রভাত ডেস্ক : চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি দেশের বাজারে আনছে তাদের নতুন সাব ব্র্যান্ড ‘পোকোফোন । গত মাস দুয়েক আগে পরিচয় করিয়ে দিয়েছিল তাদের নতুন সাব ব্র্যান্ড ‘পোকো’ এর সাথে!
সম্প্রতি “শাওমী বাংলাদেশ” এর একজন কর্মকতার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, পোকোফোন ১১ নভেম্বর রবিবার বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হবে।
শাওমির এই সাব ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন ‘পোকোফোন এফ১’ গত ২১ আগস্ট ভারতের বাজারে উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি। ঘোষনার পরপরই বাজারে তুমুল ঝড় তুলেছিলো স্মার্টফোনটি।
পোকোফোন এফ১ এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ।
ফোনটি লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করায় এটি দীর্ঘক্ষণ ব্যবহারেও গরম হবে না। ফোনের সামনে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, পেছনে ১২ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, হেডফোন জ্যাক, ইউএসবি সি পোর্ট এবং ৪০০০ এমএএইচ ব্যাটারি। আর কোয়ালকম কুইকচার্জ প্রযুক্তি থাকছেই। পোকোফোন এফ১ ফোনটির দাম হতে পরে ২৯,৯৯৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*