Saturday , 17 April 2021
আপডেট
Home » আপডেট নিউজ » গ্লোবালব্র্যান্ড দেশের বাজারে নিয়ে এলো এলজির আকর্ষণীয় গেমিং মনিটর
গ্লোবালব্র্যান্ড দেশের বাজারে নিয়ে এলো এলজির আকর্ষণীয় গেমিং মনিটর

গ্লোবালব্র্যান্ড দেশের বাজারে নিয়ে এলো এলজির আকর্ষণীয় গেমিং মনিটর

আজকের প্রভাত প্রতিবেদক : গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আকর্ষণীয় এলজি মনিটর ২২এমকে৪৩০এইচ।
গেমারদের জন্য এটি একটি সল্পমূল্যে নির্ভরযোগ্য মনিটর। ২১.৫ ইি ফুল এইচডি (১৯২০*১০৮০) আইপিএস ডিস্প্লে সমৃদ্ধ বর্তমানে গ্রাহকদের নিকট বেশ জনপ্রিয়।
এই মনিটরটির রিফ্রেশ রেট ৭৫ হার্জ. রেশপন্স টাইম ৫এমএস ফাসটার ও এএমডি ফ্রি সিন্ক সমৃদ্ধ যার ফলে গেমাররা বাধাহীনভাবে যে কোন গেইম খেলতে পারে।
বর্তমান মূল্য ৯,৮০০ টাকা এবং সাথে থাকছে একটি ভিজিএ, একটি এইচডিএমআই পোর্ট ও একটি এইচডিএমআই ক্যাবল এবং আরও থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*