আজকের প্রভাত প্রতিবেদক : সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্পোরেট গভার্নেন্স এক্সসিলেন্সে “সিলভার অ্যাওয়ার্ড” অর্জন করেছে। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি) কর্পোরেট গভার্নেন্স পরিপালনে অসামান্য কৃতিত্ব রাখার স্বীকৃতি স্বরুপ সাউথইস্ট ব্যাংককে মর্যাদাপূর্ণ এ পুরষ্কার প্রদান করে। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ সাউথইস্ট ব্যাংকের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন বিশদ বিশ্লেষণ করে ব্যাংকের কর্মদক্ষতা, শেয়ারহোল্ডারদের প্রতি জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিবেদনে পর্যাপ্ত তথ্য প্রকাশ, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় আইন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রণীত বিধি-বিধান পরিপালন চিএ ও তার উন্নয়নের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে মর্যাদাপূর্ণ এ পুরষ্কার প্রদান করেছে।
(১০ নভেম্বর) শনিবার, রাজধানীর একটি হোটেলে সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম.কামাল হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি এর নিকট থেকে এ পুরস্কার গ্রহন করেন ।
