Tuesday , 20 April 2021
আপডেট
Home » আপডেট নিউজ » গ্লোবালব্র্যান্ড বাজারে নিয়ে এলো ফিলিপ্স’ আল্ট্রা ন্যারো ব্যাজেল মনিটর
গ্লোবালব্র্যান্ড বাজারে নিয়ে এলো ফিলিপ্স’ আল্ট্রা ন্যারো ব্যাজেল মনিটর

গ্লোবালব্র্যান্ড বাজারে নিয়ে এলো ফিলিপ্স’ আল্ট্রা ন্যারো ব্যাজেল মনিটর

আজকের প্রভাত প্রতিবেদক : গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আকর্ষণীয় ফিলিপ্স মনিটর ২২৬ই৯কিউডিএসবি। প্রফেশনাল ডিজাইনার এবং গেমারদের জন্য এটি একটি সল্পমূল্যে নির্ভরযোগ্য মনিটর। ২২ ইঞ্চি ফুল এইচডি (১৯২০*১০৮০) আইপিএস ও আল্ট্রা – ন্যারো ব্যাজেল ডিস্প্লে সমৃদ্ধ এই মনিটরটি বর্তমানে বাজারে বেশ জনপ্রিয়।
যে কোন ক্রিয়েটিভ কিংবা ডিজাইন এর যথাযথ রং এই মনিটরে ফুটে ওঠে যার ফলে মনিটরটি গ্রাহকদের নজর কেড়েছে। এতে রয়েছে গেমারদের জন্য এএমডি ফ্রিসিঙ্ক টেকনোলজি।
এছাড়াও এই মনিটরে ফ্লিকফ্রি টেকনোলজি থাকার ফলে ব্যবহারকারীদের মাথায় কোনপ্রকার যন্ত্রনাও অনুভব হয় না। এতে আরও রয়েছে ভিজিএ, ডিভিআই-ডি ও এইচডিএমআই পোর্ট। ওয়ালমাউন্ট সুবিধা সম্পন্ন কালো ও রুপালী মিশ্রিত রং এই মনিটরটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
মনিটরটির বর্তমান মূল্য মাত্র ১১,৫০০ টাকা এবং সাথে আরও থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*