ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন স্বাধনীতা কাপ-২০১৮’। এবারের এই আসরে ১৩টি দল অংশ নিবে। আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন স্বাধীনতা কাপের ড্র। উক্ত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী-এমপি, টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, বাফুফের সদস্য মো. ফজলুর রহমান বাবুল, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ অন্যান্যরা। এবারের এই স্বাধীনতা কাপে অংশ নিতে যাওয়া দলগুলো হল ঢাকা আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, টিম বিজেএমসি, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, নোফেল স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস। ড্রতে ‘এ’ গ্রুপে পড়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও টিম বিজেএমসি। ‘বি’ গ্রুপে পড়েছে চারটি দল- মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। ওয়ালটন ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়া ঢাকা আবাহনী লিমিটেড পড়েছে স্বাধীনতা কাপে পড়েছে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ‘ডি’ গ্রুপে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস।
