আজকের প্রভাত প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) জিআরজি ব্যাংকিং এর থেকে ‘মোস্ট ইনোভেটিভ ব্যাংক ২০১৮’ সম্মাননা লাভ করেছে। ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, জিআরজি গ্রুপের চেয়ারম্যান এন্ডি হুয়াং এর নিকট থেকে ইউসিবি ব্যাংক এর পক্ষে সম্মাননা গ্রহন করেন। জিআরজি গ্রুপের একটি অংগ প্রতিষ্ঠান জিআরজি ব্যাংকিং ফিন্যন্সিয়াল সেলফ সার্ভিসে বিশেষায়িত প্রতিষ্ঠান।
