Monday , 14 June 2021
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » ১লা বৈশাখ উৎযাপন করেছে সিম্ফনি মোবাইল
১লা বৈশাখ উৎযাপন করেছে সিম্ফনি মোবাইল

১লা বৈশাখ উৎযাপন করেছে সিম্ফনি মোবাইল

আজকের প্রভাত প্রতিবেদক : ১লা বৈশাখ ১৪২৫ উৎযাপন করেছে সিম্ফনি মোবাইল। সিম্ফনি মোবাইলের হেড অফিস র‍্যাংগস ব্যাবিলনিয়াতে অফিসের সকলে মিলে পহেলা বৈশাখ এর শুভেচ্ছা বিনিময় করেন।
বিকালে এডিসন কালচারাল ক্লাব এর উদ্দ্যেগে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কালচারাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থানা পরিচালক, জাকারিয়া শাহীদ এবং বিটিআরসির ভাইস চেয়ারম্যান, ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। এসময় এডিসন গ্রুপ এর অন্যান্য কমর্কতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জাকারিয়া শাহীদ সকলকে নতুন বছরের শুভেচছা জানান এবং সবাইকে মিলিতভাবে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।
আহসান হাবিব খান জানান বাংলাদেশের কর্পোরেট হাউজ গুলো পহেলা বৈশাখ উৎযাপন করছে এটা দেশের জন্য খুবই গর্বের বিষয়। কারণ প্রত্যেকটি কর্পোরেট হাউজই কোন না কোন ভাবে দেশের বাইরের কোম্পানির সাথে যুক্ত। তাই বিদেশীরাও আমাদের এই উৎসব সম্পর্কে জানতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*